ইচ্ছে হলে যেদিন , চোখ বেঁধে নেয় আলো।
লাল টিপ ঢেকে দেয়, পোয়াতি মেঘের সাজ।
সময় কুড়োয় পাতা, রঙ ছবি এলোমেলো,
তার ছুঁয়ে দেয় ছড়, সুর তোলে এস্রাজ।
পাখিরা এমন দিনে,ঠোঁটের গায়ে ঠোঁট,
একটা ছাতার নিচে, দুজনের আঁটাআঁটি।
বৃষ্টি ভেজার ছল, ইচ্ছেরা বাঁধে জোট,
হাতের মধ্যে হাত, প্রেম থাক পরিপাটি।
আয়না জানে, কোন মুখেরা আদোপে ছদ্মবেশী।
মেঘ উড়ে গেলে, খোঁজ নিয়ে দেখো সেও ভিনদেশি।
পাল্টালে দিন, পাল্টায় নখ নেলপালিশ,
কিছু ছিল কথা, কিছুটা মিথ্যে নালিশ।
অতীত জমাট বাঁধে, তবু নাছোড় মন,
এখনো সুর তোলে সেকেলে গ্রামাফোন।
ফোঁটায় ফোঁটায় রাত নামছে , বৃষ্টি অনর্গল,
বন্ধ কাঁচের আব্ছায়াতে, দুঃখ আঁকে জল।
কাল সকাল রোদ ঝলমল, নয়তো বৃষ্টিরেশ,
রৌদ্র মুছে ক্লান্ত ডানার,এটাই দিনের শেষ।
স্মৃতির কাঁধে রাখছি হাত, দিন কাটছে বেশ,
তোর শহর, তোর দ্বীপেই, আমি নিরুদ্দেশ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আকাশে যখন মেঘ ঢেকে দেয় আলো, যখন বৃষ্টি ফোঁটার সাথে মিশে যায় প্রেম, তখনি দেরাজ থেকে বেরিয়ে আসে মনখারাপের বিকেলগুলো। যা গেছে তাতো একেবারেই যায় না কখনো, ফিরে আসে মেঘ ও বৃষ্টি, ফিরে আসে মুহূর্ত গুলো, ফিরে আসে না পাওয়া প্রেমের ফ্ল্যাশব্যাক।
এভাবেই চলে বাকিটা জীবন।
১২ মে - ২০২০
গল্প/কবিতা:
৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪